BrahMos Missile: অপারেশন সিঁদুরে ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছে, বড়সড় দাবি যোগী অদিত্যনাথের

'পাকিস্তান দেখেছে এই মিসাইলের কত ক্ষমতা'। অপারেশন সিঁদুরে ব্রহ্মস ব্যবহারের দাবি করে এমনটাই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে। নিকেশ হয়েছে প্রায় ১০০ জঙ্গি।

Advertisement
 অপারেশন সিঁদুরে ব্রহ্মস মিসাইল ব্যবহার করা হয়েছে, বড়সড় দাবি যোগী অদিত্যনাথেরYogi Adityanath
হাইলাইটস
  • পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'-এ ব্রহ্মস মিসাইল ব্যবহার করেছিল
  • দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
  • 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে ভারত একটি বার্তা দিয়েছে বলেও মন্তব্য তাঁর

'অপারেশন সিঁদুর' নিয়ে বড় তথ্য দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে ভারতীয় সেনাবাহিনী 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ব্যবহার করেছিল শক্তিশালী ব্রহ্মস মিসাইল। 

গোটা বিশ্বকে ভারত 'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে একটি বার্তা দিয়েছে ভারত। রবিবার উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, 'অপারেশন সিঁদুরে পরাক্রমশালী ব্রহ্মস মিসাইলের ক্ষমতার ঝলক সকলে দেখে নিয়েছেন। আর না দেখে থাকলে পাকিস্তানকে জিজ্ঞাসা করে দেখুন, ব্রহ্মস মিসাইলের ক্ষমতা কত'।

সন্ত্রাসবাদ নিয়ে নরেন্দ্র মোদী জিরো টলারেন্স নীতিতে চলেন। তা আবার উল্লেখ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই মোদী সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে কোনও রকম জঙ্গি কার্যকলাপ যুদ্ধ হিসেবে গণ্য হবে। সে কথা স্মরণ করিয়ে যোগী আদিত্যনাথ বলেন, 'যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসবাদকে পুরোপুরি গুঁড়িয়ে দিচ্ছি ততক্ষণ সমস্যার সমাধান হবে না। এবার সময় এসে গিয়েছে সন্ত্রাসবাদের মাথা ভেঙে দিতে সকলকে একজোট হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়তে হবে।'

পাকিস্তানকে একহাত নিয়ে যোগী আদিত্যনাথ বলেন, 'কুকুরের লেজ কখনও সোজা হয় না। যারা ভালোবাসার ভাষা বোঝে না তাদের ভাষাতেই জবাব দিতে হয়। আর তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত বিশ্বকে একটি বার্তা দিয়েছে'।

অন্যদিকে, রবিবার ভার্চুয়াল মাধ্যমে ব্রহ্মস মিসাইলের নয়া ইউনিটের উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল কেবলমাত্র একটি হাতিয়ার নয় এটি বিশ্বকে দেওয়া ভারতের একটি বার্তা। ভারতের পরাক্রমের বার্তা বহন করছে এই মিসাইল। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার পরিচয় এই ব্রহ্মস মিসাইল। শত্রুর নিধনে ভারত কী ভূমিকা পালন করতে পারে, সেটিরও পরিচয় বহন করে এই মিসাইল।' 

পাশাপাশি, রাজনাথের বক্তব্য, 'অপারেশন সিঁদুর বুঝিয়েছে, সীমান্তের ওপারেও জঙ্গিরা নিরাপদ ভাবে থাকতে পারবে না।' 'অপারেশন সিঁদুর'-এর ব্যাখ্যা করে প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, 'অপারেশন সিঁদুর কেবলমাত্র একটি সামরিক পদক্ষেপ নয়। এটা ভারতের রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক শক্তির প্রদর্শন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির পরিচয় দিয়েছে এই অপারেশন। ভারত দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আমরা কোনও অ্যাকশন নিই তখন সীমান্ত পারেও জঙ্গি এবং তাদের মদতদাতারা রেহাই পাবে না।' 

Advertisement

 

POST A COMMENT
Advertisement