জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে আন্তর্জাতিক পর্যায়ে এক গুরুত্বপূর্ণ মোড়। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভারতের অনুরোধ গ্রহণ করেছে এবং এখন সেই দেশ আইনি সহায়তার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আসামের বিশেষ ডিজিপি ও বিশেষ তদন্ত দলের (SIT) প্রধান এম.পি. গুপ্তা।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের সহযোগিতায় তদন্তে নতুন দিক
এই পদক্ষেপে নতুন করে আশার সঞ্চার হয়েছে তদন্তকারীদের মধ্যে, কারণ জুবিনের সিঙ্গাপুরে শেষ কয়েকদিনের কার্যকলাপ, যোগাযোগ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য এটাই ছিল প্রধান চাবিকাঠি। এসআইটি সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে বসবাসরত ১০ জন এনআরআইকে দ্বিতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। তারা প্রথম সমন পাওয়ার পরও হাজিরা দেননি। তদন্তকারীরা এখন বিদেশি সূত্র, ব্যাংক রেকর্ড এবং ভ্রমণ তথ্যের উপর জোর দিচ্ছেন।
ভিসেরা রিপোর্ট হাতে, চূড়ান্ত ময়নাতদন্তের অপেক্ষা
গুয়াহাটি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ প্যানেলের হাতে ইতিমধ্যেই জুবিন গর্গের ভিসেরা রিপোর্ট তুলে দিয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL)। সেই রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে।
ডিজিপি গুপ্তা জানান, “চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর সেটি আদালতে জমা দেওয়া হবে। দেশীয় এবং আন্তর্জাতিক উভয় দিক থেকেই তদন্ত এগিয়ে চলছে।”
পাঁচজন গ্রেফতার, দুই বডিগার্ড হেফাজতে
জুবিন গর্গ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ গ্রেফতার করা হয়েছে গায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে। এর আগে আটক হয়েছিলেন, জুবিনের খুড়তুতো ভাই সন্দীপন গর্গ, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সংগীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী, গায়ক অমৃতপ্রব মহন্ত, এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সংগঠক শ্যামকানু মহন্ত। তদন্ত সূত্রে জানা গেছে, রাজ্যজুড়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সমস্ত মামলাগুলি একত্রিত করে সিআইডির মাধ্যমে এসআইটি গঠন করা হয়।
সিঙ্গাপুরে মৃত্যু ও রহস্যের সূত্রপাত
৫২ বছর বয়সী গায়ক জুবিন গর্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান। জানা যায়, তিনি সমুদ্রে সাঁতার কাটার সময় অচেতন হয়ে পড়েন। যদিও একাধিক অসঙ্গতি ও সাক্ষ্যবিরোধী তথ্যের কারণে সম্ভাব্য ফাউল প্লে বা পরিকল্পিত হত্যার সন্দেহ উঠেছে। এই ঘটনার পর আসাম ও উত্তর-পূর্ব ভারতে তীব্র শোকের পাশাপাশি জুবিনের মৃত্যু নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি ওঠে।
“ন্যায়বিচার নিশ্চিত করছে BJP সরকার”, হিমন্ত বিশ্ব শর্মা
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, তদন্ত দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব বিজেপি সরকারের। তিনি বলেন, “মানুষ জুবিন গর্গের জন্য ন্যায়বিচার দাবি করছে, আর আমরা সেটি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। যদি এই তদন্তে কেউ কৃতিত্বের দাবিদার হয়, তবে তা বিজেপি সরকার।” তিনি আরও জানান, তিন মাসের মধ্যেই চার্জশিট দাখিল হবে, এবং সমস্ত সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
রাজনৈতিক মন্তব্য
কংগ্রেসকে কটাক্ষ করে হিমন্ত বলেন, “কংগ্রেস কখনও কাউকে ন্যায়বিচার দিতে পারেনি। ভূপেন হাজারিকার মৃত্যুর সময়ও তারা নীরব ছিল। বিজেপি সরকারই দ্রুত পদক্ষেপ নিয়ে জুবিনের জন্য ন্যায়বিচার নিশ্চিত করছে।”