Zubeen Garg's death: 'জুবিনকে সরাসরি খুন, মোটিভ জানলে অসম চমকে যাবে', বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্ত

অসমের কিংবদন্তী গায়ক-সুরকার জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ, মঙ্গলবার বিধানসভায় বিরোধীদের আনা স্থগিতাদেশ প্রস্তাবের উত্তরে তিনি স্পষ্ট দাবি করেন, 'এটা কোনও দুর্ঘটনা নয়, সরাসরি খুন।'

Advertisement
'জুবিনকে সরাসরি খুন, মোটিভ জানলে অসম চমকে যাবে', বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী হিমন্তজুবিন গর্গ
হাইলাইটস
  • অসমের কিংবদন্তী গায়ক-সুরকার জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
  • আজ, মঙ্গলবার বিধানসভায় বিরোধীদের আনা স্থগিতাদেশ প্রস্তাবের উত্তরে তিনি স্পষ্ট দাবি করেন, 'এটা কোনও দুর্ঘটনা নয়, সরাসরি খুন।'

অসমের কিংবদন্তী গায়ক-সুরকার জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ফের বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আজ, মঙ্গলবার বিধানসভায় বিরোধীদের আনা স্থগিতাদেশ প্রস্তাবের উত্তরে তিনি স্পষ্ট দাবি করেন, 'এটা কোনও দুর্ঘটনা নয়, সরাসরি খুন।'

‘প্রাথমিক তদন্তেই নিশ্চিত পুলিশ’
হিমন্তর ভাষায়, 'প্রথমিক তদন্তেই পরিষ্কার, এটি আকস্মিক মৃত্যু নয়। একজন ব্যক্তি জুবিনকে খুন করেছে। এবং আরও কয়েকজন  সাহায্য করেছে। মোট চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা চলছে।' এই বক্তব্যের পরই রাজ্যজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে ৬০টিরও বেশি অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়।

সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু
গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছরের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই অন্য শিল্পীদের সঙ্গে ইয়াটে ঘুরতে গিয়ে সমুদ্রে স্কুবা ডাইভ করতে নেমে মৃত্যুর ঘটনা ঘটে। শুরু থেকেই যদিও এটিকে ‘দুর্ঘটনা’ বলা হচ্ছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যে তদন্তের দিক সম্পূর্ণ বদলে যেতে পারে।

গ্রেফতার শিল্পী-আয়োজক থেকে পুলিশের কর্তা
মৃত্যুর পর রাজ্য সরকার গঠন করে SIT এবং একটি বিচার কমিশন। SIT-এর নেতৃত্বে রয়েছে অসম পুলিশের সিআইডি শাখা, এবং বিচার কমিশনের নেতৃত্বে গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সাইকিয়া।

তদন্তে নেমে পুলিশ এখন পর্যন্ত ফেস্টিভ্যাল আয়োজক শ্যামকানু মহান্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ব্যান্ড টিম সদস্য অমৃতপ্রভা মহন্ত, শিল্পীর আত্মীয় ও অসম পুলিশের কর্তা সন্দীপন গার্গ, দুই নিরাপত্তারক্ষী নন্দেশ্বর বরা ও প্রবীণ বৈশ্যকে গ্রেফতার করেছে। 

এদের অ্যাকাউন্টে ১.১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। মোট সাতজন এখন বিচারবিভাগীয় হেফাজতে। এদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র ও অবহেলায় মৃত্যুর মতো একাধিক ধারায় মামলা চলছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত জানান, ডিসেম্বরে SIT যে চার্জশিট দেবে, তা হবে একেবারে জল-অবধি। হত্যার যে মোটিভ উঠে আসবে, তা গোটা রাজ্যকে স্তম্ভিত করবে। চার্জশিট জমা পড়ার পর আরও বেশ কিছু দিক, যেমন অবহেলা, বিশ্বাসভঙ্গ ইত্যাদি তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Advertisement

সিঙ্গাপুর পুলিশের পৃথক তদন্তও চলছে
সিঙ্গাপুর পুলিশও আলাদা তদন্ত করছে। সেখানে জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্যগ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে ১২ ডিসেম্বর পর্যন্ত। গত ৩ নভেম্বর থেকে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ।

তীব্র আলোড়ন সাংস্কৃতিক মহলে
অসমের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রিয় মুখ জুবিন গর্গের মৃত্যুতে রাজ্যজুড়ে শোক ও ক্ষোভ এখনও প্রবল। মুখ্যমন্ত্রীর ‘খুন’-এর দাবি পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement