অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুর তদন্তে এবার বিদেশে পা রাখছে অসম পুলিশ। পুলিশ সুপার সুধাকর সিং এবং অতিরিক্ত পুলিশ সুপার তরুণ গোয়েলের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল মঙ্গলবার, ৩০শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে।
সূত্রের খবর, জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতেই এই পদক্ষেপ। সিঙ্গাপুরে তার অবস্থানকালে যেসব ঘটনা ঘটেছিল এবং যাদের সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ হয়েছিল, তাদের সকলকেই জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তদন্তকারীরা চেষ্টা করবেন মৃত্যুর আগে ঘটনাক্রমের পূর্ণ পুনর্গঠন করতে।
পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুরে তদন্তে প্যান প্যাসিফিক হোটেল, ঘটনাসংক্রান্ত একটি নৌকা এবং একাধিক গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, প্রয়াত গায়ক চিকিৎসা পেয়েছিলেন এমন হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রেও তদন্ত চালানো হবে।
তদন্তকারীরা সিঙ্গাপুর পুলিশের সহযোগিতা নিয়ে কাজ চালাবেন বলে জানা গেছে। জুবিন গর্গের ভক্ত এবং সংগীতপ্রেমীদের প্রত্যাশা, এই বিদেশি তদন্তের মাধ্যমে তার মৃত্যু ঘিরে বহু অজানা তথ্য সামনে আসবে এবং রহস্যের অবসান ঘটবে।