অসমের কিংবদন্তি গায়ক ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর স্মৃতিকে চিরস্থায়ী করে তুলতে অসম সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার অনলাইন পোর্টালের মাধ্যমে সংস্থা ও ব্যক্তির কাছে জুবিন গর্গের চিতাভস্ম বিতরণ করবে অসম সরকার। পাশাপাশি কামারকুচি ও জোরহাটে স্মৃতিসৌধ গড়ে তোলা হবে।
অসমের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, একটি বিশেষ পোর্টাল চালু হবে যেখানে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান জুবিনের চিতাভস্মের জন্য আবেদন জানাতে পারবে। প্রয়োজনে ব্যক্তিগত আবেদনও বিবেচনা করা হবে। এই প্রক্রিয়াটি সংস্কৃতি বিভাগ তত্ত্বাবধান করবে।
মন্ত্রী আরও জানান, শিল্পীর মৃত্যুর ১৩তম দিনের আচার পালনের জন্য তাঁর চিতাভস্মের একটি অংশ জোরহাটে নিয়ে যাওয়া হবে। সেখানেই তৈরি হবে দ্বিতীয় স্মৃতিসৌধ। অন্যদিকে, কামারকুচির শ্মশানে, যেখানে জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে, ইতিমধ্যেই অস্থায়ী ব্যারিকেড তৈরি হয়েছে। এবং মঙ্গলবার রাত থেকেই স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও জানান, শিল্পীর স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ ও পরিবারের অনুরোধে চিতাভস্মের অংশ জোরহাটে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের উদ্দেশ্য, স্মৃতিসৌধ ও চিতাভস্ম বরাদ্দ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখা।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রভ্রমণে দুর্ঘটনার শিকার হয়ে প্রয়াত হন জুবিন গর্গ। তাঁর মৃত্যু অসমের সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি তৈরি করেছে। এখন স্মৃতিসৌধ ও চিতাভস্ম সংরক্ষণের মাধ্যমে প্রিয় শিল্পীকে দীর্ঘস্থায়ী শ্রদ্ধা জানাতে চলেছে অসমবাসী।