Zubeen Garg: জুবিনের মৃত্যু : ম্যানেজার ও আয়োজকের বাড়িতে পুলিশ, প্রয়োজনে CBI তদন্তের আশ্বাস হিমন্তের

অসমের প্রয়াত সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের রহস্যমৃত্যু ঘিরে চলতে থাকা উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অসমবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন। তিনি বলেন, বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যেই তদন্ত শেষ হবে। প্রয়োজনে রাজ্য সরকার সিবিআই তদন্তের দাবি জানাতে দ্বিধা করবে না।

Advertisement
জুবিনের মৃত্যু : ম্যানেজার ও আয়োজকের বাড়িতে পুলিশ, প্রয়োজনে CBI তদন্তের আশ্বাস হিমন্তেরজুবিন গর্গ।-ফাইল ছবি
হাইলাইটস
  • অসমের প্রয়াত সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের রহস্যমৃত্যু ঘিরে চলতে থাকা উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অসমবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন।
  • তিনি বলেন, বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যেই তদন্ত শেষ হবে।

অসমের প্রয়াত সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের রহস্যমৃত্যু ঘিরে চলতে থাকা উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার অসমবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন। তিনি বলেন, বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে এবং ১৫ দিনের মধ্যেই তদন্ত শেষ হবে। প্রয়োজনে রাজ্য সরকার সিবিআই তদন্তের দাবি জানাতে দ্বিধা করবে না।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে সমুদ্রে সাঁতার কাটার সময় ডুবে মারা যান ৫২ বছরের গায়ক-অভিনেতা জুবিন। সিঙ্গাপুরের ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা বলা হলেও ভক্তদের একাংশ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। ইতিমধ্যেই জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে।

হিমন্ত জানান, SIT-এর তদন্তে যদি কোনও ত্রুটি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার গুয়াহাটিতে মহন্ত ও শর্মার বাসভবনে তল্লাশি চালায় SIT। অসম সরকার ইতিমধ্যেই মহন্ত এবং তাঁর সংগঠনকে রাজ্যে অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

মুখ্যমন্ত্রী জনগণকে গুজব এড়িয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, আদালতে ন্যায়বিচার পেতে হলে প্রমাণ জরুরি, আর সেই প্রমাণ সংগ্রহের দায়িত্ব SIT-এর। জুবিনকে রাজ্যের 'অমূল্য সম্পদ' আখ্যা দিয়ে হিমন্ত আশ্বাস দেন, সত্য উদঘাটনে কোনওরকম আপস হবে না।

 

POST A COMMENT
Advertisement