Zubeen Death Case: জুবিনের মৃত্যু কীভাবে? ঠিক কী ঘটেছিল? সাড়ে ৩ হাজার পাতার চার্জশিট

সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) রহস্যমৃত্যুর তিন মাস পর অবশেষে চার্জশিট দাখিল করল অসম পুলিশের (Assam Police) বিশেষ তদন্তকারী দল (SIT)। আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে 'খুন' বলে মন্তব্য করেছিলেন, যা মামলাটিকে আরও বেশি চাঞ্চল্যকর করে তোলে।

Advertisement
জুবিনের মৃত্যু কীভাবে? ঠিক কী ঘটেছিল? সাড়ে ৩ হাজার পাতার চার্জশিট
হাইলাইটস
  • সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) রহস্যমৃত্যুর তিন মাস পর অবশেষে চার্জশিট দাখিল করল অসম পুলিশের (Assam Police) বিশেষ তদন্তকারী দল (SIT)।
  • আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে 'খুন' বলে মন্তব্য করেছিলেন, যা মামলাটিকে আরও বেশি চাঞ্চল্যকর করে তোলে।

সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) রহস্যমৃত্যুর তিন মাস পর অবশেষে চার্জশিট দাখিল করল অসম পুলিশের (Assam Police) বিশেষ তদন্তকারী দল (SIT)। আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে 'খুন' বলে মন্তব্য করেছিলেন, যা মামলাটিকে আরও বেশি চাঞ্চল্যকর করে তোলে।

৩,৫০০ পৃষ্ঠার চার্জশিট জমা, ৩০০-র বেশি সাক্ষীর জবানবন্দি
গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে জমা দেওয়া হয়েছে ৩,৫০০ পৃষ্ঠার বিশদ চার্জশিট। তিন খণ্ডে সাজানো এই প্রতিবেদনে SIT ৩০০ জনেরও বেশি সাক্ষীর বক্তব্য রেকর্ড করেছে। তদন্তের অগ্রগতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। ইতিমধ্যেই এই মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে ঘটল জুবিনের মৃত্যু?
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিঙ্গাপুরে যাওয়ার পর উৎসব শুরুর ঠিক আগের দিন তিনি অসম অ্যাসোসিয়েশন সিঙ্গাপুরের সদস্যদের সঙ্গে ইয়টে ঘুরতে যান। সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় তিনি জ্ঞান হারান।
ঘটনার পর প্রথমে সিআইডি অভিযোগ দায়ের হয়েছিল ফৌজদারি ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যু-এই দুই ধারায়। পরে এতে যুক্ত হয় খুনের অভিযোগও।

মুখ্যমন্ত্রীর সরাসরি অভিযোগ
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার দাবি করেছেন, 'প্রথম দিন থেকেই এটি খুনের মামলা ছিল।' তিনি আরও বলেন, 'অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভা মহন্ত ও শেখর জ্যোতি গোস্বামী খুনের মামলায় আটক রয়েছেন।'

গ্রেফতার কারা কারা?
এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে SIT। গ্রেফতারদের মধ্যে রয়েছেন, উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকা তিনজন, তাঁর তুতো ভাই ও অসম পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপন গর্গ, ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ব্যান্ড সদস্য অমৃতপ্রভা মহন্ত,জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (PSO), পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বোরা।

‘একজন হত্যা করেছে, বাকিরা সহায়তা করেছে’
বিধানসভায় মুখ্যমন্ত্রী শর্মা আরও দাবি করেন, 'ধৃতদের মধ্যে একজন সরাসরি জুবিনকে হত্যা করেছে এবং বাকিরা তাকে সহায়তা করেছে।' মামলার তদন্ত এখনো চলছে, এবং আসামজুড়ে এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে আলোচনার পারদ চড়ে উঠেছে আরও একবার।

Advertisement

 

POST A COMMENT
Advertisement