ঘফের মহরমের মিছিল ঘিরে দেশ জুড়ে বিতর্ক। জাতীয় পতাকায় অশোক চক্রের বদলে তরবারির ছবি। উর্দুতে লেখা ইসলামি শব্দ। আর এই গোটা ঘটনার ভিডিও নেট দুনিয়ায় পোস্ট হতেই ব্য়াপক ভাইরাল হয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছিল? ঘটনাটি ঘটে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 175 কিলোমিটার দূরে চানপুর থানা এলাকায়। গত আঠাশে জুলাই শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যায় শিয়া মুসলমান সম্প্রদায়ের লোকজন মহরম উপলক্ষ্যে একটি তাজিয়া মিছিলের আয়োজন করে। মিছিলটি শাহপুর, কল্যাণপুর এবং কানকারির মতো এলাকা পেরিয়ে যায়।
Jharkhand Muharram News Update