Advertisement

3 Idiots' style delivery in Bihar: 'থ্রি ইডিয়টস'-র মত ভিডিয়ো কলে ডেলিভারি, ভুল শিরা কাটতেই ... |

ভিডিয়ো কলে ডাক্তারকে নিয়ে চলল অন্তঃসত্ত্বা মহিলার ডেলিভারি। কিন্তু ভুল শিরা কেটে গিয়ে মৃত্যু হল তরুণীর। আর এই নির্মম ঘটনাটি ঘটেছে বিহারে। 'থ্রি ইডিয়টস' সিনেমার কথা নিশ্চয়ই সবার মনে আছে। যেখানে র‍্যাঞ্চ মানে আমির খান ভিডিয়ো কলে প্রিয়াকে মানে করিনা কাপুরকে রেখে পুনমের ডেলিভারি করিয়েছিল। সেই চলচ্চিত্রের ছায়া এবার বাস্তবে। চিকিৎসক শহরের বাইরে থাকায় তাঁকে ভিডিয়ো কলে রেখে অন্তঃসত্ত্বা মহিলার প্রসব করানর সিদ্ধন্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরিণতি সিনেমার মত হল না। বাস্তবের পরিণতি হল নির্মম। সোমবার সন্ধ্যায় বিহারের পুরনিয়া জেলা বাসিন্দা বছর 22-এর মালতী দেবীর প্রসব যন্ত্রণা ওঠে । তড়িঘড়ি পরিবার তাঁকে নিয়ে যায় হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছে তাঁরা জানতে পারেন মালতীর চিকিৎসক, যিনি এত দিন তাঁকে দেখছিন তিনি শহরের বাইরে রয়েছেন। এদিকে মহিলার যন্ত্রণা ক্রমেই বাড়তে থাকে। ফলে হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং নার্সরা মিলে মালতীর ডেলিভারির সিদ্ধান্ত নেন। আর সেই মত অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয় মালতীকে। এরপর তাঁরা থ্রি ইডিয়টস সিনেমার ধাঁচে ডাক্তারকে ভিডিয়ো কল করেন। সেখানেই ডেলিভারির জন্য প্রয়োজনীয় যাবতীয় পরামর্শ এবং নির্দেশ দিতে থাকেন ডাক্তার। তাঁর কথা শুনে কাজ করতে থাকেন নার্স। কিন্তু এর ফল ভাল হয়নি। জেলিভারি সফল হলেও ওই দিন রাতেই তরুণীর মৃত্যু হয়েছে। অভিযোগ, অজ্ঞতাবশত নার্স ভুল করে তরুণীর পেটের একটি শিরা কেটে ফেলেছিলেন। তার ফলেই তাঁর মৃত্যু হয়। তবে ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিয়েছেন মালতী। তাঁর দুই সন্তানই সুস্থ। প্রথম চোখ মেলে মায়ের স্নেহ হারা দুই সন্তানের জন্য এরপরই হাসপাতালে গিয়ে অশান্তি শুরু করেন মৃত মহিলার পরিবার। পরিস্থিতি ক্রমশ বিশৃঙ্খল হয়ে ওঠে। ঘটনাস্থলে পৌছায় পুলিশ কর্মীরা। পরিবারকে শান্ত করে আশ্বাস দেয় হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত চলেছে।

3 Idiots' style delivery goes horribly wrong in Bihar.

TAGS:
Advertisement