Advertisement

Himachal Disaster: টানা বৃষ্টি, ধসে মৃত্যু 37 জনের! বানের জলে হাবুডুবু হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ড

অবিরাম ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত উত্তর ভারত। প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলি। গত তিন দিনে ভূমিধস এবং হড়পা বানে চলে গিয়েছে কমপক্ষে 37টি প্রাণ। হিমাচল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। যেখানে গত দুই দিনে আকস্মিক বন্যা এবং ভূমিধসে 18 জনের মৃত্যু হয়েছে। পাঞ্জাব ও হরিয়ানায় নয়জন, রাজস্থানে সাতজন এবং উত্তর প্রদেশে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় তিনজন মারা গেছে।

Himachal Disaster Update byt

Advertisement