Advertisement

Kuno National park Cheetah Death: কুনোর জঙ্গলে পরপর চিতার মৃত্যুতে উদ্বেগ, অন্য জায়গায় সরানোর ভাবনা

মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে একের পর এক চিতার মৃত্যু ঘিরে প্রাণীদের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। গত তিন মাসে পার্কটিতে প্রাপ্তবয়স্ক ও শাবক মিলিয়ে মোট ৬টি চিতার মৃত্যু হয়েছে। এই সপ্তাহের শুরুতে তিনটি শাবক মারা গেছে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এরপরেই এদিন একটি সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ জানিয়েছেন, 'কুনোতে ২২ থেকে ২৩ টির বেশি চিতা থাকতে পারে না। চিতাগুলিকে গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করার কথা ভাবা হচ্ছে।'

Some Cheetahs Likely To Be Shifted From Kuno National Park

Advertisement
POST A COMMENT