কোটার সরকারি হাসপাতালের ICU-তে ঘাপটি মেরে রয়েছে এক ৬ ফুট লম্বা বিষধর সাপ। সকলের অলক্ষে গ্লুকোজের কার্টনের মধ্যে গুটিয়ে ছিল সাপটি। নজর পড়তেই চোখ কাপলে হাসপাতাল কর্মীদের। কীভাবে তাড়ানো হল সেই বিষধর সাপটিকে? দেখুন ভিডিও।