আর হাতে মাত্র কটা দিন। তারপরই নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই রাম মন্দিরের পুজো নিয়ে মিলল বড় আপডেট। রামমন্দিরের পুজোতে ব্যবহৃত হবে 600 কেজির বিশেষ ঘি। সেই ঘি 9 বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এই মুহূর্তে মন্দিরের নির্মাণ কাজ একেবারে শেষ। রাম মন্দির উদ্বোধন হওয়ার পর সেখানে সাত দিন ধরে চলবে পুজো আরতি। একই সঙ্গে জ্বলবে কয়েক হাজার প্রদীপ। 22 জানুয়ারি হবে এই নব নির্মিত রাম মন্দিরের উদ্বোধন হবে। সেখানে রামলালার মূর্তি স্থাপন করবেন নরেন্দ্র মোদি। রাম মন্দিরের উদ্বোধনের আগেও কিন্তু বিভিন্ন পুজোপাঠ চলবে। ধূমধাম করে নানা আচার অনুষ্ঠান চলবে। তিনদিন ধরে কয়েক হাজার প্রদীপ জ্বলবে। আর সেই প্রদীপ জ্বালানোর জন্য আসবে বিশেষ ঘি।
600 kg ghee will be sent to Ayodhya Ram Mandir