Advertisement

Killer Bacteria: প্রতি ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু, ভারতে এই ৫ ব্যাকটেরিয়া হয়ে উঠছে 'খুনি'

আমাদের আশেপাশে তথা দেহের মধ্যে এমন কিছু ছোট ছোট জীব থাকে যাদের বলা হয় ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া ভাল। আবার কিছু হয় ক্ষতিকারক। তবে কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। সায়েন্স জার্নাল ল্যান্সেটে এমনই ৫ ব্যাকটেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেগুলি ২০১৯ সাল থেকে শুধু ভারতে নয়, গোটা পৃথিবীতে 'খুনি' হিসেবে উঠে এসেছে।

Killer Bacteria

Advertisement
POST A COMMENT