Advertisement

কর্তব্যপথে Republic Day 2026 কেমন পালন হল? রইল সব মুহূর্তের VIDEO

দিল্লির কর্তব্যপথে আড়ম্বরের সঙ্গে পালিত হল ৭৭তম সাধারণতন্ত্র দিবস। সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় তেরঙা উত্তোলন করলেন। ১০৫ মিমি হালকা ফিল্ড গান থেকে গর্জে উঠা আওয়াজে দেশপ্রেমের সুর ছড়িয়ে পড়ল তামাম দুনিয়ায়। এ বছর প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ইউরোপীয় কমিশনের সভাপতি উর্শুলা ভন ডার লেইয়েন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা, যার মাধ্যমে ভারত–ইউরোপীয় ইউনিয়নের সমন্বয় ও সৌহার্দ্যের বার্তা দিল এই অনুষ্ঠান। প্যারেডে ‘১৫০ বছর বন্দে মাতরম’–কে কেন্দ্র করে দেশের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও উন্নয়নের গল্প ফুটে উঠেছে। ট্যাবলোগুলিতে ভারতের ঐতিহ্য, বিভিন্ন রাজ্যের জীবনধারা, প্রযুক্তিগত সাফল্য ও গণতান্ত্রিক ঐতিহ্য সুন্দরভাবে উপস্থাপন করা হল। বাংলার ট্যাবলোতে ছিল স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের আখ্যান। সেনাবাহিনী ও অফসেট বাহিনীর কুচকাওয়াজ, আধুনিক অস্ত্র ও যানবাহনের পরিবেশনা, বিমানবাহিনীর ফ্লাইপাস্ট, সব মিলিয়ে প্রায় ৯০ মিনিটের অনুষ্ঠানে দুনিয়া দেখল, ভারত আজ শক্তিশালী একটি দেশ। বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে।

Advertisement
POST A COMMENT