Advertisement

Flash Flood: হঠাৎ বন্যায় পারাদ্বীপে ভাসল গাড়ি, গাছে উঠে বাঁচলেন চালক

ওড়িশার জগৎসিংপুর জেলার সীমানার অন্তর্গত পারাদ্বীপে হঠাৎ বন্যার জলে একটি গাড়ি আটকে পড়ে। গাড়িটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ বন্যায় ভেসে যেতে থাকে। পারাদ্বীপের হরিপুর সড়কে প্রায় ১০০ মিটার ভাসতে থাকে গাড়িটি। চালক একটি গাছ দেখতে পান এবং তাতে উঠে যান। গাড়ির আর এক যাত্রী গাড়ির ছাদে আশ্রয় নেন। ঘটনার পর ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF) ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিদের উদ্ধার করে।

Advertisement
POST A COMMENT