Advertisement

SHOCKING CCTV Footage: মর্মান্তিক মৃত্যু ডাক্তারের, বাইকটি সরাতে যেতেই বিদ্যুত্‍স্পৃষ্ট

ভোপালে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ডাক্তারের। হাইটেনশন লাইনে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল উপেন্দ্র তিওয়ারি নামের ওই হোমিওপ্যাথি ডাক্তারের। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে তাঁর বাইকের উপর পড়েছিল হাটেনশন তার। বাইকটি সরাতে গিয়ে বিদ্যুত্‍স্পৃষ্ট হলেন। তত্‍ক্ষণাত্‍ মৃত্যু।

Advertisement
POST A COMMENT