scorecardresearch
 
Advertisement

Monkey Attack: একা পেয়ে বাচ্চাকে আক্রমণ একদল বাঁদরের, তারপর...

Monkey Attack: একা পেয়ে বাচ্চাকে আক্রমণ একদল বাঁদরের, তারপর...

মথুরায় বানরের আক্রমণে পাঁচ বছরের এক শিশু। শনিবার মদনমোহন ঘের এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। শিশুটির পরিবারের সদস্যরা জানান, বানরের দৌরাত্মের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শিশুটির মা বলেন,এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আমার ছেলে এখন আহত হয়েছে। বাঁদরা মানুষকে আক্রমণ করে, তাদের মোবাইল ফোন, অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ঘরে ঢুকে পড়ে। বাঁদরের জন্য বাচ্চাদের বাইরে যেতে দেওয়া হয় না।

Advertisement