Advertisement

Elephants are drinking water: তীব্র গরমে জঙ্গল থেকে গ্রামে ঢুকে জল পান হাতির, দেখুন VIDEO

অন্ধ্রপ্রদেশে তীব্র দাবদাহ চলছে। তারই সঙ্গে চলছে জলের অভাব। যার প্রভাব পড়েছে জঙ্গলেও। জলের সন্ধানে জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ছে হাতির দল। এমনই একটি দৃশ্য দেখা গেল। অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম জেলার পূজারিগুদা গ্রামে ঢুকে পড়ে ৭ টি হাতির দল। আর গ্রামে এসেই জলের পাত্রে চুমুক দেয় তারা।

Advertisement
POST A COMMENT