Advertisement

National Film Award: শ্রেষ্ঠ কন্নড় সিনেমা '777 চার্লি'র জন্য জাতীয় পুরষ্কার পেলেন অভিনেতা-প্রযোজক রক্ষিত শেঠি

শ্রেষ্ঠ কন্নড় সিনেমা '777 চার্লি'র জন্য জাতীয় পুরষ্কার পেলেন অভিনেতা-প্রযোজক রক্ষিত শেঠি। এটি একটি কুকুরকে নিয়ে গল্প। যা হাজার হাজার দর্শকের মন ছুঁয়েছে। তামিল, তেলুগু, হিন্দি এবং মালয়ালম ভাষায় এই ছবিটি ডাব করা হয়েছিল। প্রতিটি ভাষাতেই হিট এই ছবি।

Advertisement
POST A COMMENT