Advertisement

UPSC Success Story: সাধারণ বাড়ির ছেলে 21 বছরের আদর্শ, প্রথম বারেই UPSC-তে সফল

UPSC-এর পরীক্ষা হলো ভারতের সবথেকে কঠিন পরীক্ষাগুলি বলে মনে করা হয়। প্রতি বছর লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষা দেন। তবে উত্তীর্ণ হতে পারেন কিছুজনই। এই পরীক্ষায় সাফল্যের জন্য প্রার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অধ্যবসায় করতে হয় বছরের পর বছর ধরে। আর এই কঠিন পরীক্ষাতেই জীবনের প্রথম চেষ্টাতেই সফলতা অর্জন করে সকলের কাছে আদর্শ হয়ে দাঁড়িয়েছেন আদর্শ! হ্যাঁ সত্যিই নিজের নামের স্বার্থকতা অর্জন করেছেন তিনি তাঁর এই সাফল্যে। তাও আবার কত বছর বয়সে জানেন? মাত্র 21 বছর বছর বয়সে।

Adarsh Kant Shukla Clears UPSC at First Attempt

TAGS:
Advertisement