ইসরায়েলে রকেট হামলার পর আজ শেষমেশ মায়ের কোলে ফিরলো নার্সের কফিন বন্দি মৃতদেহ। বিদেশের মাটিতে দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ছিলেন সাহসী কন্যা সৌম্যা। আজ বিকেল ৫ টা ৩০ নাগাদ কোচির বিমানবন্দরে পৌঁছে যায় মৃতার কফিন। তারপর বিলম্ব না করেই সেই কফিন তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরে শহীদকে সন্মানের সঙ্গে নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান ইডুক্কির আদিমালিতে।