অ্যাজেন্ডা আজতক ২০২২-এর মঞ্চে এলেন পূর্বাঞ্চলের তিন বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংসদ মনোজ তিওয়ারি, রবি কিষেণ ও দীনেশ লাল যাদব। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির দাবি, তাঁকে আম আদমি পার্টির একাধিক নেতা ফোন করে বলেছেন, এই দলে কিছু গোলমাল আছে। আপনার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমি দেখা করিনি।
Agenda Aaj Tak 2022, Several Aam Aadmi Party leaders wanted to meet me claimed Manoj Tiwari.