Advertisement

Agenda Aaj Tak 2024: 'ওরাই রোহিঙ্গাদের নিয়ে আসছে', কেজরিওয়ালের কাঠগড়ায় BJP

অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিজেপিকেই পাল্টা বিঁধলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে অ্যাজেন্ডা আজতক ২০২৪-এর মঞ্চে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান,'বাংলাদেশ সীমান্তে অবাধ অনুপ্রবেশ। কোনও বেড়া নেই। চার হাজার কিলোমিটার সীমানা রয়েছে। এর মধ্যে হাজার কিলোমিটারে কোনও বেড়া নেই। কেন্দ্রীয় সরকারকে দায়ী করে তিনি আরও বলেন, 'ওরা(কেন্দ্রীয় সরকার) রোহিঙ্গাদের নিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে নির্বাচনও করে। অবৈধ অনুপ্রবেশ আটকানোর দায়িত্ব কেন্দ্রের'।

Advertisement
POST A COMMENT