Advertisement

Amit Shah at Agenda Aaj Tak 2024: 'কেউ আধার-রেশন কার্ড করাতে এলে খতিয়ে দেখা হচ্ছে না বাংলায়', অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক শাহ

বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের কীভাবে আটকানো হবে? অ্যাজেন্ডা আজতকের মঞ্চে জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন,'৯৬ শতাংশ সীমান্তে বেড়া দেওয়া হয়েছে। খোলা মাত্র ৪ শতাংশ। সেখানে যেখানে অনুপ্রবেশ হচ্ছে, সেই সব গ্রাম চিহ্নিত করে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছি। কেউ নতুন আধার কার্ড, রেশন কার্ড তৈরি করতে এলে খতিয়ে দেখা হোক। অসমে বন্ধ হয়ে গিয়েছে। ওডিশাতেও হবে। বাংলা আর ঝাড়খণ্ডে তা হচ্ছে না। কারণ রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক ভাবছে'।

Advertisement
POST A COMMENT