Advertisement

Amit Shah in Agenda AajTak 2024: 'ঝাড়খণ্ডে ঠিক, মহারাষ্ট্র-হরিয়ানায় ভুল, নাচতে না জানলে উঠোন বাঁকা', EVM নিয়ে বিরোধীদের কটাক্ষ অমিত শাহর

'অ্যাজেন্ডা আজতক'-এ অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইভিএম নিয়ে বিরোধীদের তোলা প্রশ্ন প্রসঙ্গে অমিত শাহ বলেন যে লোকসভা নির্বাচন ইভিএমের মাধ্যমে হয়েছিল, রাহুল গান্ধী বিশ্বাস করেন যে তিনি লোকসভা নির্বাচনে জিতেছেন, তাই ইভিএমগুলি ঠিক ছিল, ঝাড়খণ্ডে কংগ্রেস শপথ নিয়েছে এবং ক্ষমতায় এসেছিল তাই ইভিএম ঠিক ছিল, কিন্তু মহারাষ্ট্রে জনগণ একে পরাজিত করেছে তাই ইভিএম খারাপ, হরিয়ানায় কংগ্রেস হেরে গেলে সেখানেও ইভিএম খারাপ। তিনি বলেন, বিরোধীদের অবস্থা 'নাচতে না জানলে উঠোন বাঁকা'-র মতো।

Advertisement
POST A COMMENT