সংসদ থেকে শুরু করে রাস্তা পর্যন্ত বন্দে মাতরম নিয়ে আলোচনা। বৃহস্পতিবার অ্যাজেন্ডা আজ তকের মঞ্চে উপস্থিত হলেন বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম প্রজন্মের দুই সদস্য। সজল চট্টোপাধ্যায় জানালেন,'বঙ্কিমবাবু গানটি লিখে বড় মেয়ে শরৎ কুমারী দেবীকে দেখিয়েছিলেন। তাঁর পছন্দ হয়নি'।