Advertisement

Ahmedabad: চাষির বাড়ি থেকে চুরি ১.০৭ কোটি টাকা! গ্রেফতার ২

কৃষকের বাড়ি থেকে ১.০৭ কোটি টাকা চুরি। গুজরাতের আহমেদাবাদের ঢোলকার ঘটনা। এক কৃষকের বাড়িতে গমের ড্রামে রাখা ছিল ১.০৭ কোটি টাকা। তাও আবার নগদে। একটি জমি বিক্রি করে তিনি ওই টাকা পেয়েছিলেন বলে দাবি। সস্প্রতি চুরি যায় টাকাটি। চুরি যাওয়ার ঘটনাটি ঘটে গত ১৫ অক্টোবর। আজ টাকা উদ্ধার করেছে আহমেদাবাদ গ্রামীণ পুলিশ। দুজনকে গ্রেফতারও করেছে।

Advertisement
POST A COMMENT