12 জুন আহমেদাবাদের দুর্ঘটনার খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 171 দুর্ঘটনার ঘটনায় প্লেনের বিষয়ে নানা তথ্য নাড়াচাড়া করতে এমন কিছু বিষয় সামনে এসেছে যা নিয়ে তদন্তকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 275 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠছে, কেন ঘটল এমনটা? এই ঘটনার দায় কার? কোথাও কি তাহলে গোটা ঘটনার পিছনে নাশকতা থাকতে পারে? তবে এইসমস্ত কোনও সম্ভাবনাই কিন্তু উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। প্রথম যখন এই দুর্ঘটনা ঘটে তখন মনে করা হচ্ছিল, এটা নিছকই একটা দুর্ঘটনা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহলের কথায় কিন্তু নাশকতার তথ্য সামনে এসেছে। তিনি জানিয়ে দিলেন, আহমেদাবাদ দুর্ঘটনায় কোনও নাশকতা রয়েছে কিনা টা খতিয়ে দেখা হচ্ছে। মানে ভেবে দেখুন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন আহমেদাবাদের দুর্ঘটনায় নাকি কোনও নাশকতার যোগ থাকলেও থাকতে পারে।
Air India Ahmedabad crash may involve sabotage