Advertisement

Delhi Air Quality:সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্টে দিল্লির বাতাসের মান এখনও 'গুরুতর বিভাগে'

দিল্লির বাতাসে এখনও রয়েছে বিষ। ঘন কুয়াশায় ঢেকে আছে দিল্লি। তারই মধ্যে চলছে জীবনযাত্রা। দূষণের মধ্যেই মানুষ মর্নিং ওয়াক করছে দেখা যায়। কর্তব্যপথ ঢেকে আছে কুয়াশায়। আনন্দ বিহার বাস টার্মিনাল ঢেকে আছে কুয়াশায়।

Advertisement
POST A COMMENT