গত ২৮ জানুয়ারি বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়। ওই বিমানে ছিলেন ২৯ বছর বয়সী ফ্লাইট অ্যাটেনডেন্ট পিঙ্কি মালি। দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়। পিঙ্কির জীবন ছিল স্বপ্ন, সংগ্রাম এবং গর্বের কাহিনি।
Flight Attendant Pinky Mali Father's Reaction On Ajit Pawar Plane Crash