Advertisement

এই জায়গাতেই ভেঙে পড়ে ফ্লাইটটি, Ground Report

মহারাষ্ট্রে তিনি 'দাদা' নামেই পরিচিত। শরদ পাওয়ারের ভাইপো হলেও মহারাষ্ট্রের রাজনীতিতে নিজের পরিচিতি ব্যাপক ভাবেই গড়ে তুলেছিলেন অজিত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়েছেন মোট ৬ বার। আজ অর্থাত্‍ বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে ভেঙে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চার্টার ফ্লাইট। অজিত পাওয়ার সহ কোনও যাত্রীই বেঁচে নেই। DGCA জানিয়েছে, মহারাষ্ট্রের বরামতির কাছে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন পাইলট, যাতে বাঁচানো যায়, কিন্তু শেষরক্ষা হয়নি। ভেঙে পড়ার পরেই মুহূর্তে আগুন ধরে যায় বিমানে। জ্বলছে, পুড়ে যান যাত্রীরা। অজিত পাওয়ারের ঝলসানো দেহ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। লিয়ারজেট ৪৫ মডেল-এর ভিটি-এসএসকে চার্টার বিমান ছিল।

Advertisement
POST A COMMENT