scorecardresearch
 
Advertisement

Alcohol Allowed In Delhi Metro: এবার মদের বোতল নিয়েই মেট্রোয় চড়তে পারবেন! সুরাপ্রেমীরা খুশিতে ডগমগ

Alcohol Allowed In Delhi Metro: এবার মদের বোতল নিয়েই মেট্রোয় চড়তে পারবেন! সুরাপ্রেমীরা খুশিতে ডগমগ

মদের দোকান থেকে মদ কিনে ব্যাগে ঢুকিয়ে এবার মেট্রোয় সফর করতে পারবেন যাত্রীরা। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এবিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বাধিক দুটি বোতল সিলড অবস্থায় ব্যাগে ঢুকিয়ে সহজেই মেট্রো সফর করতে পারবেন যাত্রীরা। শুক্রবার, 30 জুন সকালে মেট্রো কর্তৃপক্ষের তরফে এই টুইট করার পরই খুশি দিল্লির সুরাপ্রেমীরা। জানা গিয়েছে একজন যাত্রী মেট্রো কর্তৃপক্ষের কাছে টুইট করে জানতে চায় মেট্রোতে কি তিনি মদের বোতল নিয়ে উঠতে পারেন? পলিম্যাথ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এদিন দিল্লি মেট্রোকে ট্যাগ করে একটি প্রশ্ন করা হয়। প্রশ্ন করা হয়, "মেট্রোর ব্লু লাইনে কি আমি মদের বোতল নিয়ে উঠতে পারি?"

Alcohol Allowed In Metro Tweets Delhi Metro Rail Corporation

Advertisement