Advertisement

Chandrayaan-3: চাঁদে পৌঁছতে কত দিন সময় নেবে চন্দ্রযান 3? জানিয়ে দিল ISRO

ফের এক ইতিহাস গড়ার পথে ভারত। এবারে ফের চাঁদে পাড়ি দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছে ISRO। ইসরো সূত্রে খবর, চলতি মাসের 14 তারিখ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান 3 । এর আগে 2019 সালে চন্দ্রযান চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছিল, তবে সেবার সফল হতে পারেনি। ফলে এবারে ফের এই উদ্যোগ নিয়েছে ইসরো। ফলে এবারে চাঁদের মাটিতে ইসরোর চন্দ্রযান পৌঁছতে সফল হলে এক নতুন নজির গড়ে তুলবে, তা বলাই বাহুল্য।

All you need to know about India's third lunar mission

Advertisement