Advertisement

Rahul On Om Birla: 'বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর', স্পিকারকে অভিবাদন জানিয়ে বললেন রাহুল

ধ্বনিভোটে লোকসভার স্পিকার হিসাবে পুনর্নিবাচিত হন NDA প্রার্থী ওম বিড়লা। তাঁকে রীতিমাফিক হাত মিলিয়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিরেণ রিজিজু এবং রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীর বক্তব্য রাখার পরেই বলতে শুরু করেন রাহুল। তিনি বলেন, কত সুষ্ঠুভাবে সাংসদ চালানো হচ্ছে, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন এটাই যে, ভারতের কন্ঠস্বরের কতটুকু এখানে প্রকাশ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। বুধবার পুনর্নিবাচিত স্পিকার ওম বিড়লাকে অভিবাদন জানাতে গিয়ে এমনটাই বললেন বিরোধী নেতা রাহুল গান্ধী।

Advertisement
POST A COMMENT