Advertisement

Amarnath Yatra 2023: স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় অমরনাথ যাত্রা দুই মার্কিন নাগরিকের

অমরনাথের বার্ষিক তীর্থযাত্রা চলছে। প্রতিকূল আবহাওয়ার জন্য যাত্রায় কিছুটা বাধা এলেও ভক্তদের উৎসাহ রয়ে গেছে। জম্মুর বেস ক্যাম্প ভগবতী নগর থেকে তিন দিন পর মঙ্গলবার যাত্রীদের দল কাশ্মীর উপত্যকায় রওনা হয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে দুই মার্কিন নাগরিক অমরনাথ যাত্রা করছেন। তারা জানান, স্বামী বিবেকানন্দ অমরনাথ এসেছিলেন, সেই অনুপ্রেরণাতেই অমরনাথ যাত্রা তাদের।

Advertisement
POST A COMMENT