'অপরাধী' মুখ্যমন্ত্রী, মন্ত্রী এমনকি দেশের প্রধানমন্ত্রী। দোষ করলে আর কেউ ছাড় পাবেন না। এমনই বিল সংসদে পেশ করেছে কেন্দ্রের NDA সরকার। বুধবার লোকসভায় ১৩০-তম সংবিধান সংশোধন বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে আরও দুটি বিল পেশ করেন তিনি। সেই বিলগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫। কিন্তু এই সংবিধান সংশোধন বিলটি শেষ পর্যন্ত বিরোধীদের বাধা পাশ হতে পারেনি সংসদে। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীপদে আসীন অবস্থায় কেউ যদি গুরুতর অপরাধে ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে। বিলটি আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি বা জেপিসিতে পাঠিয়েছে কেন্দ্র।
Amendment bill proposes removal of PM and ministers if jailed over 30 days