বেলা বাড়তেই স্পষ্ট হয়ে গিয়েছে, বিহারে ফের এনডিএ ক্ষমতায় আসতে চলেছে। ২০০ আসন পার করে দিয়েছে মোদী-শাহের জোট। মহাজোট অনেক পিছিয়ে। এরপরই ভাইরাল হয়েছে অমিত শাহের একটি ভাষণের অংশ। এই ভিডিওটি ৩ নভেম্বরের।