Advertisement

Bihar Election এ BJP এর একজনও Muslim Candidate নেই কেন? জবাব দিলেন Amit Shah

বিহারে একজনও মুসলিমকে টিকিট দেয়নি বিজেপি। কেন? তার জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন,'এই প্রথম মুসলিমকে টিকিট দেওয়া হয়নি, এমনটা নয়। যাঁদের জয়ের সম্ভাবনা বেশি তাঁদেরই টিকিট দেওয়া হয়েছে'। তিনি যোগ করেন,'রাহুল গান্ধী এই সব বলে কংগ্রেসের লোকসান করছেন। ছটী মাইয়ারও অপমান করেছেন রাহুল'।

Advertisement
POST A COMMENT