র্ঘ ৪৬ বছরের অপেক্ষা। আর সেই অপেক্ষার অবসান হয়েছে সম্প্রতি পুরীর রত্নভাণ্ডারের দরজা খোলার পর। রত্ন ভাণ্ডারের বাহির ভাণ্ডার খোলার কয়েকদিন পর খোলা হয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের সেই ভিতরের দরজাও খোলা হয়েছে। আর সেই ভিতরের দরজা খোলার আগে পর্যন্ত জল্পনা আরও তীব্র হয়। মনে করা হচ্ছিল এই ভিতরের দরজা খুললেই বেরিয়ে আসবে জগন্নাথ দেবের দুর্মূল্য সব সম্পদ। থাকতে পারে জগন্নাথ দেবের সোনার সিংহাসন, সোনার অলঙ্কার-সহ অন্য যাবতীয় সামগ্রী। কিন্তু সেই ভিতরের ভাণ্ডারের দরজা খুলে কার্যত স্তম্ভিত হয়ে যান প্রতিনিধি দলে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সদস্যরা।
Jagannath Temple Ratna Bhandar