সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য Tajmahal । বছরের পর বছর ধরে বহু পর্যটক তাজমহল দেখতে যান। আর তাই তাজমহলের নিরাপত্তায় বরাবরই থাকে বিশেষ গুরুত্ব। এবার তাজমহলের নিরাপত্তায় আরও বাড়তি নজর। তাজমহলে ইনস্টল করা হচ্ছে Anti Drone System। এর ফলে তাজমহলের নিরাপত্তা আরও আঁটোসাঁটো হয়ে উঠবে। বর্তমানে তাজমহলের নিরাপত্তায় রয়েছে CISF ও Uttar Pradesh Police।
Anti drone system installed for Taj Mahal security