আকাশে কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করে তা থেকে বৃষ্টি ঘটানোর জন্য যে পদ্ধতি তাকে ক্লাউড সিডিং বলা হয়। উত্তরপ্রদেশের কানপুর আইআইটির তরফে পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছিল। জুনের 23 তারিখে আকাশে একটি প্লেনের সাহায্যে এই প্রযুক্তির পরীক্ষা করা হয়। আইআইটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের তত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টিপাত ঘটানোর পদ্ধতি মাঝে মধ্যেই চোখে পরে। ভারতেও কৃত্তিম বৃষ্টি ঘটানোর লক্ষ্যে এবার পরীক্ষামূলকভাবে ক্লাউড সিডিং শুরু করা হল কানপুর আইআইটির তরফে। যা সফল হয়েছে।
Artificial rain test successful in IIT Kanpur