Advertisement

Lata Mangeshkar: লতার গাওয়া ৯০ টি গানের প্রথম লাইন দিয়ে প্রতিকৃতি শিল্পীর

লতা মঙ্গেশকরের হিট গানের প্রথম লাইন দিয়ে তাঁর প্রতিকৃতি তৈরি করেছেন এক শিল্পী। লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিনে এটি করার কথা ভাবে শিল্পী। ইচ্ছা ছিল তাঁর এই শিল্প লতাজিকে অর্পন করার। যদিও শিল্পী মারা যেতে সেটি আর সম্ভব হয়নি। প্রয়াত গায়িকার ৯৫ তম জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। শিল্পি মিলিন্দ ধাওয়াল লতা মঙ্গেশকরের ৯০ টি হিট গানের শুরুর লাইনগুলিকে একত্রিত করে এই প্রতিকৃতি তৈরি করেছেন।

Advertisement
POST A COMMENT