'পাকিস্তানের সংবিধানে লেখা আছে, খালি এক ধর্মের লোকই প্রধানমন্ত্রী হতে পারেন। ভারতের সংবিধানে যে কোনও ধর্মের লোক মেয়র হতে পারেন। আমি বা আমরা থাকব না। কিন্তু হিজাব পরিহিত মহিলা এ দেশের প্রধানমন্ত্রী হবেন'। দাবি করলেন এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়েসি।
Asaduddin Owaisi Viral Speech