মালেগাঁও বিস্ফোরণ মামলায় ৭ অভিযুক্তকে বেকসুর খালাস করেছে বিশেষ এনআইএ আদালত। ওই রায়ের পর দৃশ্যতই না-খুশ আসাউদ্দিন ওয়েসি। তাঁর দাবি, ধর্মের ভিত্তিতেই হামলা চালানো হয়েছিল।