'ভেনেজুয়ায় নিজের সৈন্য পাঠিয়ে সে দেশের প্রেসিডেন্টকে তুলে এনেছেন। ট্রাম্প করতে পারলে নরেন্দ্র মোদী কেন পাকিস্তানে গিয়ে মুম্বই হামলার ষড়যন্ত্রীদের কেন তুলে আনতে পারছেন না'। বললেন এইএমআইএম আসাউদ্দিন ওয়েসি।