নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) কে নিয়ে জল্পনার অবসান নেই ভারতীয়দের। কারণ নেতাজির মৃত্যু রহস্য (Mystery of Netaji's death) আজও ধোঁয়াশায়। এবার হয়তো সেই কৌতুহল কিছুটা হলেও কমতে পারে। নেতাজীর জীবনী, নেতাজী কিভাবে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, কিভাবেই বা পৌঁছেছিলেন জাপানে, বিদেশ বিভূঁইয়ে বসে কীভাবে পরিচালনা করতেন দেশকে এবং নেতাজির মৃত্যু রহস্য সবকিছু নিয়েই একটি বই (Book) প্রকাশ করতে চলেছে এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া (Asiatic Society of India)। পাশাপাশি এই বইতে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (Indian National Army)-র ইতিহাসও। আগামী শনিবার এশিয়াটিক সোসাইটির উদ্যোগে কলকাতা (Kolkata)-র বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে এই বই।