Advertisement

Assam All Female Band Party: বাজছে ড্রাম-ট্রাম্পেট, অসমে মহিলাদের মিউজিক ব্যান্ডপার্টি,

তারা প্রত্যেকেই ছাত্রী। তারা প্রত্যেকেই মিউজিশিয়ান। তাদের অদম্য উদ্যোগ এক নতুন পরিচিতি এনে দিয়েছে। অসমের প্রথম মহিলা মিউজিক ব্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে তারা। নাম দাখলা চিচাতার ব্যান্ড পার্টি। রাজ্যের সর্বপ্রথম মহিলা ব্যান্ড হওয়ার দাবি করে তারা।

Advertisement
POST A COMMENT