Advertisement

Assam Flood Situation: ব্রহ্মপুত্র গিলে ফেলেছে বাড়িঘর-ফসলি জমি, বন্যা বিধ্বস্ত অসমের গোয়ালপাড়ার ড্রোন VIDEO

প্রবল বৃষ্টিতে ভাসছে অসম। জলস্ফীতি হয়েছে বিভিন্ন নদীতে। পার ভেঙে জমি গিলে নিচ্ছে নদী। অসমের গোয়ালপাড়ায় এরকমই ছবি ধরা পড়ল ড্রোন ক্যামেরায়। ব্রহ্মপুত্র নদের করাল গ্রাসে চলে গেছে গোয়ালপাড়ার একাধিক বাড়ি। ফসলি জমি। গৃহহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। অস্থায়ী ছাউনি করে বাস করছেন তারা। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি তারা। গোয়ালপাড়ার সেই ছবি ধরা পড়েছে ড্রোন ক্যামেরায়। দেখুন।

Advertisement
POST A COMMENT