অযোধ্যায় দীপোৎসব উপলক্ষে নতুন বিশ্ব রেকর্ড। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে সরযূ নদীর ৫৬টি ঘাট আলোকিত হল লক্ষ লক্ষ প্রদীপে। এ বছর ২৬ লাখ প্রদীপ জ্বালানো হয়েছে। এছাড়া লেজার শো। ১,১০০টি ড্রোন ব্যবহার করে রামায়ণের দৃশ্যের চিত্রায়ন।